দেশের সব বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত সরকারি চাকরিতে কোটা সংস্কারপন্থীরা। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগ অবরোধ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে দুপুর ১২টা থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন।নতুন কর্মসূচির মধ্যে রয়েছে-আগামীকাল শুক্রবার (৫ জুলাই) সব বিশ্ববিদ্যালয়ে অনলাইন-অফলাইনে গণসংযোগ, পরের দিন শনিবার (৬ জুলাই) বেলা ৩টায় সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং আগামী রবিবার (৭ জুলাই) ক্লাস-পরীক্ষা বর্জন।
জানা যায়, আন্দোলনরত শিক্ষার্থীদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হোসেন শাহবাদ থেকে এই ঘোষণা দেন। পরবর্তীতে শাহবাগ ত্যাগ করেন আন্দোলনকারীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।