ঢাকাবৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

আলভারেজ-ওটামেন্ডি অলিম্পিক স্কোয়াডে

বাংলা ট্রিবিউন
জুলাই ৪, ২০২৪ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমসকে সামনে রেখে ভারসাম্যপূর্ণ দলই ঘোষণা করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও সেই দলে নেই কিংবদন্তি লিওনেল মেসি। তবে নিকোলাস ওটামেন্ডি, হুলিয়ান আলভারেজ, জেরোমিনো রুলির মতো তারকাদের নিয়েই স্বর্ণপদকের লড়াইয়ে নামবে আলবিসেলেস্তেরা।প্যারিস অলিম্পিকের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাসচেরানো। বর্তমানে জাতীয় দলে থাকা তিন ফুটবলারকে দলে রেখেছেন ৪০ বছর বয়সী কোচ। মূলত অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট হলেও দলগুলো বেশি বয়সের সর্বোচ্চ তিনজন করে খেলোয়াড় নিতে পারে। এই সুবিধা কাজে লাগিয়েই আলভারেজ, ওটামেন্ডি ও রুলিকে নিয়েছেন মাসচেরানো।বয়সের কথা চিন্তা করে আগেই অলিম্পিক না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি। এছাড়াও এমিলিয়ানো মার্টিনেজ ও এঞ্জো ফার্নান্দেজের খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ক্লাবের অনুমতি না মেলায় তাদের খেলা হচ্ছে না। তবে জায়গা পেয়েছেন কোচ ডিয়েগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমিওনে।
এছাড়া উঠতি তারকাদের মধ্যে ক্লাউদিও এচেভেরি, লুকাস বেলট্রেইন, লুসিয়োনো গুন্দোই, ক্রিস্টিয়ান মেদিনা, এক্সিকুয়েল ফার্নান্দেজ আছেন আর্জেন্টিনার অলিম্পিক দলে। আগামী ২৪ জুলাই অলিম্পিকের ফুটবল ইভেন্ট শুরু হবে। আর্জেন্টিনা গ্রুপ পর্বে মরক্কো, ইরাক ও ইউক্রেনের বিপক্ষে খেলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।