দক্ষিণ এশিয়ার শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে ঢাকা। আর প্রথম অবস্থানটি নিয়েছে ভারতের মুম্বাই। সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক অর্থনৈতিক সেবাদাতা প্রতিষ্ঠান মার্সারের ‘মার্সার কস্ট অব লিভিং সার্ভে-২০২৪’ শীর্ষক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতি বছর বিদেশিদের জন্য বিশ্বের কোন শহরগুলো কতটা ব্যয়বহুল সেই তালিকা প্রকাশ করে মার্সার। চলতি বছরের তালিকায় দেখা গেছে, বিশ্বে ব্যয়বহুল শহর হিসেবে শীর্ষে জায়গা করে নিয়েছে হংকং। এই শহরটি ছাড়া বিশ্বের বাকি শীর্ষ ব্যয়বহুল শহরগুলো হলো- সিঙ্গাপুর, সুইজারল্যান্ডের জুরিখ, জেনেভা, বাসেল, বার্ন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, যুক্তরাজ্যের লন্ডন, বাহামা দ্বীপপুঞ্জের নাসাউ এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস।তালিকায় ১৪০ তম অবস্থানে আছে ঢাকা, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় শীর্ষ অবস্থান। গত বছর এই তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৫৪ নম্বরে। সেই হিসেবে এবার ঢাকা ১৪ ধাপ এগিয়েছে। তালিকার ১৩৬ নম্বরে জায়গা করে নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম হয়েছে মুম্বাই। এ বছরের তালিকায় ভারতের আরও বেশ কয়েকটি শহর স্থান পেয়েছে। দিল্লির অবস্থান ১৬৫ তম, চেন্নাই ১৮৯ তম, বেঙ্গালুরু ১৯৫ তম, হায়দরাবাদ ২০২ তম, পুনে ২০৫ তম, কলকাতা ২০৭ তম।
এ ছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের শহরগুলোর মধ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ১৯০ তম ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অবস্থান ২২৪ তম। তবে বিশ্বের ২২৬টি শহর নিয়ে করা এ তালিকায় নেই এশিয়ার আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ ও নেপালের কোনো শহরের নাম। তালিকায় শীর্ষে রয়েছে হংকং। শহরটি গত বছর এবং তার আগের বছরেও শীর্ষে ছিল। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর।

Posted inঅর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য