ঢাকাসোমবার , ১৭ জুন ২০২৪
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত শাকিল

বাংলা ট্রিবিউন
জুন ১৭, ২০২৪ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ডিজিটাল মার্কেটিং জগতে সফলতা দেখা পেয়েছেন শাকিল ইসলাম। আয়াত্ত করেছেন ভার্চুয়াল জগতের নানাবিধ জাদুকরী সব সমাধান। অধ্যবসায় ও চেষ্টা সাফল্যের শীর্ষ স্থানের ছোঁয়া পেতে সহযোগীতা করেছে শাকিলকে। ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ভার্চুয়াল সকল কাজে রয়েছে আশ্চর্যজনক আয়াত্ত এই তরুণের।তরুণ এই উদ্যোক্তার বাড়ী বরিশাল বিভাগের ভোলা জেলার আব্দুল্লাহ ইউনিয়নে। স্কুল জীবনর পড়াশুনার পাশাপাশি নিজেকে প্রতিষ্টিত করার গভীর ইচ্ছাশক্তি তাকে নাড়া দিতো।
শাকিল আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়টা পাঁচটার চাকরির সাথে মানিয়ে নিতে নারাজ। তাই তিনি ২০২২ সালে সিদ্ধান্ত নেন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। যদিও শুরুটা সহজ ছিল না, প্রথমদিকে কাজ না পেয়ে চরম হতাশায় ভেঙে পড়েন কিন্তু তার দৃঢ় প্রচেষ্টা জেদ এবং অক্লান্ত পরিশ্রমে মাত্র দেড় বছরে ঘুরে দাঁড়ান। বনে যান একজন সফল উদ্যোক্তা। শাকিল এর এই উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে প্রধান অবদান রাখেন তার বড় ভাই ইলিয়াস কোবরা। বলা যেতে পারে বড় ভাইয়ের হাত ধরেই তার ফ্রিল্যান্সিংয়ের কাজ আসা এবং শাকিল এবং তার বড় ভাইয়ের মাধ্যমে তাদের পরিবারের চার ভাই এখন সফল ফ্রিল্যান্সার। তারা প্রতি মাসে ৬০-৭০ হাজার টাকা আয় করছে। তাদের এই সফলতা দেখে এলাকার কিছুসংখ্যক মানুষ এই কাজের প্রতি আগ্রহী হয়ে ওঠে পরবর্তীতে শাকিল এবং তার বড় ভাই এলাকার অসংখ্য মানুষকে কাজ শেখার সুযোগ করে দেন এবং তৈরি করেন তাদেরই মত অনেক সফল ফ্রিল্যান্সার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।