দেশবাসীকে নিজ দলের পক্ষথেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ত্যাগের মহিমায় উদভাসিত হয়ে জীবনের অশুভ ইন্দ্রিয়কে বিসর্জন দিয়ে ও জীবনকে সুন্দর করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (১৭ জুন) সকালে তার নিজ জেলা ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে কালিবাড়ির নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সাথে এসব কথা বলেন ফখরুল। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ জেলা, উপজেলার বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল বলেন, এবার মুদ্রাস্ফীতির কারণে কোরবানির পশু কিনতে অনেকেই হিমশিম খেয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। কোরবানির মাংস রান্না করতে যে মসলা ও উপকরণ প্রয়োজন হয় তাও সংগ্রহ করতে হিমশিম খেতে হয়েছে। তাই এবারের ঈদে আনন্দ উপভোগ করার সুযোগ নেই।