1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত রামাফোসা - The Bangla Tribune
সেপ্টেম্বর ১৭, ২০২৪ | ১২:৫০ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত রামাফোসা

  • প্রকাশের সময় : রবিবার, জুন ১৬, ২০২৪

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন সিরিল রামাফোসা। গত শুক্রবার দেশটির পার্লামেন্টের সদস্যরা আইনসভার প্রথম অধিবেশনে ৭১ বছর বয়সী রামাফোসাকে দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত করেছেন। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পার্টির (এএনসি) নেতা রামাফোসা ২৮৩ ভোট পেয়েছেন। অপরদিকে ইকোনমিক ফ্রিডম ফাইটার পার্টির (ইএফএফ) জুলিয়াস মালেমা পেয়েছেন ৪৪ ভোট। নাগরিক অধিকারের আইকন নেলসন ম্যান্ডেলা একসময় এএনসির নেতৃত্বে ছিলেন। এই পার্টি গত তিন দশক ধরে দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিল। তবে গত মে মাসের ২৯ তারিখে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দলটি তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায়।৪০০ সদস্যের জাতীয় পরিষদে এএনসির ১৫৯ জন আইনপ্রণেতা রয়েছে। ফলে এককভাবে সরকার গঠন করা দলটির জন্য কঠিন হয়ে পড়েছে। পরবর্তীতে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব করা হয়।
শুক্রবার ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ), প্যাট্রিয়টিক অ্যালায়েন্স (পিএ) এবং ইনকাথা ফ্রিডম পার্টির (আইএফপি) সঙ্গে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে এএনসি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020