মহানবী (সা.) ছিলেন একজন অসাধারণ সমরনায়ক: ড. আসিফ নজরুল

মহানবী (সা.) ছিলেন একজন অসাধারণ সমরনায়ক: ড. আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মহানবী (সা.) ছিলেন একজন অসাধারণ সমরনায়ক, রাষ্ট্রনায়ক এবং দলনেতা। তিনি যে রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন তার মতো শান্তিময়, কল্যাণকর ও মানবিক রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। তাঁর বিনয়, সততা, পরোপকার, দয়া ও ক্ষমাশীলতা ছিল তুলনাহীন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এসব কথা লিখেন।
তিনি লিখেন, আমার জীবনের একটা বড় সময় কেটেছে ধর্মীয় বই না পড়ে। এখন যখন পড়ি, বিশেষ করে আমাদের প্রিয় মহানবীর (সা.) জীবনী, মনে হয় কি বিরাট ভুল করেছি। তিনি কি শুধু মহানবী ছিলেন? প্রায় ৭/৮টা তাঁর জীবনীগ্রন্থ পড়েছি। এরমধ্যে আছে ক্যারেন আর্মষ্ট্রং, মার্টিন লিংস, আদিল সালাহির মতো স্বনামধন্য লেখকদের বই। তাঁর সম্পর্কে আগের চেয়ে অনেক বেশ জানি এখন।ড. আসিফ নজরুল আরো লিখেন, আমাদের মহানবী (সাঃ) শুধু শ্রেষ্ঠ নবী ছিলেন না। তিনি ছিলেন একজন অসাধারণ সময়নায়ক, রাষ্ট্রনায়ক এবং দলনেতা। তিনি যে রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন, তার মতো শান্তিময়, কল্যাণকর ও মানবিক রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। তাঁর বিনয়, সততা, পরোপকার, দয়া ও ক্ষমাশীলতা ছিল তুলনাহীন। এ আইনজ্ঞ লিখেন, আমাদের এক শ্রেণির শিক্ষিত মানুষ তাঁর গুণগান শুনতে অস্বস্তি বোধ করেন। আরেক শ্রেণি না জেনে মন্তব্য করেন। আল্লাহ্-র কাছে শোকর করি, আমি দেরীতে হলেও মহানবী (সা.)-এর ওপর পড়াশোনা করছি। যদি আমার ভাগ্যে থাকে, কিশোর পাঠকদের উপযোগী করে তাঁর জীবনী রচনারও ইচ্ছে রাখি। আপনারা আমার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, তাঁর এই স্ট্যাটাসে ব্যাপক সাড়া পড়েছে। ৮৫ হাজারের বেশি লাইক, ১০ হাজারের বেশি কমেন্ট ও প্রায় ৫ হাজার শেয়ার হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *