1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
পাওয়ারপ্লেতেই জিতল নিউজিল্যান্ড - The Bangla Tribune
এপ্রিল ২৮, ২০২৫ | ৯:২৯ পূর্বাহ্ণ

পাওয়ারপ্লেতেই জিতল নিউজিল্যান্ড

  • প্রকাশের সময় : শনিবার, জুন ১৫, ২০২৪

বড্ড দেরি হয়ে গেল নিউজিল্যান্ডের। দলটি শেষ পর্যন্ত জ্বলে উঠল ঠিকই, তবে তা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর। দলটির আগুনে বোলিংয়ে ছাই হয়েছে উগান্ডা। ক্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে উগান্ডাকে ৪০ রানে থামিয়ে ৯ উইকেটের জয় পেয়েছে নিউজিল‍্যান্ড। এই জয়ে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এলো নিউ জিল্যান্ড। রান রেটে পিছিয়ে চারে থেকে আসর শেষ করল উগান্ডা। ৬ পয়েন্ট নিয়ে প্রথম দুটি স্থানে আছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এখনও কোনো পয়েন্ট না পাওয়া পাপুয়া নিউ গিনি আছে তলানীতে। আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা নিউজিল্যান্ডের খুব বেশি প্রাপ্তির সুযোগ নেই। তাদের খেলা বাকি কেবল পাপুয়া নিউ গিনির বিপক্ষে। এর আগে কেন উইলিয়ামসনের দল ব্যাটে-বলে প্রবল দাপট দেখাল উগান্ডার বিপক্ষে। টস হেরে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই চাপে পড়ে উগান্ডা। সাউদি ও বোল্টোর ছোবলে চতুর্থ ওভারে তিন রানের মধ্যে হারায় তিন উইকেট। তাদের কেউই রানের খাতা খুলতে পারেননি। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি উগান্ডা। কেনেথ ওয়াইসওয়া ছাড়া আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে। একটি জুটি কেবল ছুঁতে পারে দুই অঙ্ক। ৪ ওভারে স্রেফ ৪ রান দিয়ে ৩ উইকেট নেন অভিজ্ঞ পেসার সাউদি। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোটা পূরণ করে এর চেয়ে কম রান দেননি আর কোনো বোলার। দুটি করে উইকেট নেন বোল্ট, মিচেল স্যান্টনার ও রাচিন রাভিন্দ্রা। রান তাড়ায় মন্থর ব্যাটিংয়ে ১৭ বলে ৯ রান করে ফেরেন ফিন অ্যালেন। দ্রুত শেষ করার চেষ্টায় ডেভন কনওয়ে আউট হন ১৫ বলে চারটি চারে ২২ রান করে। ৫.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020