ঢাকাশনিবার , ১৫ জুন ২০২৪
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

পাওয়ারপ্লেতেই জিতল নিউজিল্যান্ড

বাংলা ট্রিবিউন
জুন ১৫, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

বড্ড দেরি হয়ে গেল নিউজিল্যান্ডের। দলটি শেষ পর্যন্ত জ্বলে উঠল ঠিকই, তবে তা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর। দলটির আগুনে বোলিংয়ে ছাই হয়েছে উগান্ডা। ক্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে উগান্ডাকে ৪০ রানে থামিয়ে ৯ উইকেটের জয় পেয়েছে নিউজিল‍্যান্ড। এই জয়ে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এলো নিউ জিল্যান্ড। রান রেটে পিছিয়ে চারে থেকে আসর শেষ করল উগান্ডা। ৬ পয়েন্ট নিয়ে প্রথম দুটি স্থানে আছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এখনও কোনো পয়েন্ট না পাওয়া পাপুয়া নিউ গিনি আছে তলানীতে। আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা নিউজিল্যান্ডের খুব বেশি প্রাপ্তির সুযোগ নেই। তাদের খেলা বাকি কেবল পাপুয়া নিউ গিনির বিপক্ষে। এর আগে কেন উইলিয়ামসনের দল ব্যাটে-বলে প্রবল দাপট দেখাল উগান্ডার বিপক্ষে। টস হেরে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই চাপে পড়ে উগান্ডা। সাউদি ও বোল্টোর ছোবলে চতুর্থ ওভারে তিন রানের মধ্যে হারায় তিন উইকেট। তাদের কেউই রানের খাতা খুলতে পারেননি। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি উগান্ডা। কেনেথ ওয়াইসওয়া ছাড়া আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে। একটি জুটি কেবল ছুঁতে পারে দুই অঙ্ক। ৪ ওভারে স্রেফ ৪ রান দিয়ে ৩ উইকেট নেন অভিজ্ঞ পেসার সাউদি। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোটা পূরণ করে এর চেয়ে কম রান দেননি আর কোনো বোলার। দুটি করে উইকেট নেন বোল্ট, মিচেল স্যান্টনার ও রাচিন রাভিন্দ্রা। রান তাড়ায় মন্থর ব্যাটিংয়ে ১৭ বলে ৯ রান করে ফেরেন ফিন অ্যালেন। দ্রুত শেষ করার চেষ্টায় ডেভন কনওয়ে আউট হন ১৫ বলে চারটি চারে ২২ রান করে। ৫.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।