ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে মারধর ও মাদক মামলা দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে হাজারীবাগ থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। বুধবার (১২ জুন) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর হাজারীবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম সাফিন উজ জামান। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভাসহ নানা সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। আর দুই পুলিশ কর্মকর্তা হলেন- হাজারীবাগ থানার এসআই সিরাজুল হক ও পুলিশ কনস্টেবল রিয়াজ। ঘটনার বর্ণনায় ভুক্তভোগী শিক্ষার্থী সাফিন উজ জামান ফেসবুকে একটি ভিডিও বার্তায় বলেন, ‘‘আমি একটা রিকশা নিয়ে হাজারীবাগ এলাকায় গিয়েছি। সেখানে আমাদের একটা কাজের সম্মানীর কিছু অংশ একজন আপুকে দিতে গিয়েছিলাম। তিনি অসুস্থ থাকায় তার বাসায় যাওয়ার কথা ছিল। হাজারীবাগ থেকে আমার এক বড় ভাই রিসিভ করবেন, এমনটাই কথা ছিল।

Posted inএক্সক্লুসিভ