সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে কখনো বিশ্বকাপ জেতা হয়নি নিউজিল্যান্ডের। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে খেলেছে তিনটি ফাইনাল। সবশেষ কয়েক বিশ্বকাপেই খেলেছে সেমিফাইনালে। কিন্তু এবার টানা দুই হারে নিউজিল্যান্ডের শেষ চারে খেলা শঙ্কার মুখে। ওয়েস্ট ইন্ডিজের কাছে আজ ১৩ রানের হারে কিউইদের বিদায় অনেকটাই নিশ্চিত। অন্যদিকে টানা তিন জয়ে সুপার এইট নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। বৃহস্পতিবার (১৩ জুন) বিশ্বকাপের ২৬তম ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ১৫০ রানের লক্ষ্য দেই।
টসে হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয় বাজেভাবে। পাওয়ার প্লের মধ্যে ৪ উইকেট হারায় দলটি। তুলতে পারে মাত্র ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম উইকেট হারায় ৩০ রানে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজের রানটা ১৪৯ পর্যন্ত একাই নিয়ে যান রাদারফোর্ড। ২ চার ও ৪ ছক্কায় ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের রাদারফোর্ডের ৬৮ রানের ইনিংসের পর দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে নিকোলাস পুরানের ব্যাট থেকে, তিনি করেছেন মাত্র ১৭ রান।