রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিরাপত্তা প্রহরীকে মারধর এবং শিবির আখ্যা দিয়ে সনাতন ধর্মাবলম্বী এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর ও হত্যার হুমকির ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। মঙ্গলবার (২৮ মে) রাতে তদন্ত কমিটির আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক অধ্যাপক অনুপম হীরা মন্ডল হল প্রাধ্যক্ষ বরাবর এই প্রতিবেদন জমা দেন।জানা গেছে, তদন্ত প্রতিবেদনে শাখা ছাত্রলীগের এক নেতাকে হল ত্যাগ ও দুই কর্মীর ছাত্রত্ব বাতিলসহ আটটি সুপারিশ করা হয়েছে।তদন্ত কমিটির একটি সূত্র জানিয়েছে, অনুসন্ধান অনুযায়ী সংঘর্ষের পূর্বের সিসিটিভি ফুটেজে দেখা যায় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) নিয়াজ মোর্শেদ অতিথি কক্ষে আলোচনার এক পর্যায়ে বের হয়ে যান। তখন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অতিকুর রহমান বিভিন্ন হলের শিক্ষার্থীদের ডেকে তিনিসহ শাখা ছাত্রলীগের কর্মী শামুসল আরেফিন খান সানি ও আজিজুল হক আকাশ বহিরাগত শিক্ষার্থীদের নিয়ে হলের ভেতরে মিছিল করে। মিছিলের এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। পরবর্তীতে এটি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।