1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
কারিগরি শিক্ষায় বাংলাদেশ ও সৌদি আরব যৌথভাবে কাজ করতে আগ্রহ - The Bangla Tribune
জুলাই ২৭, ২০২৪ | ৬:১১ পূর্বাহ্ণ
শিরোনাম :

কারিগরি শিক্ষায় বাংলাদেশ ও সৌদি আরব যৌথভাবে কাজ করতে আগ্রহ

  • প্রকাশের সময় : সোমবার, মে ২৭, ২০২৪

ভিশন-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরব যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। রোববার (২৬ মে) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা সৌদি আরবের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং করপোরেশনের (টিভিটিসি) ভাইস গর্ভনর ড. আবদুল্লাহ আল মারযুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
রিয়াদে টিভিটিসির প্রধান কার্যালয়ে সাক্ষাৎকালে তারা এ আগ্রহ প্রকাশ করেন। মতবিনিময় সভার শুরুতে ভাইস গর্ভনর মিশন উপপ্রধানসহ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ থেকে আগত প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের উন্নয়ন ও বিদেশে দক্ষ কর্মী প্রেরণে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।টিভিটিসির ভাইস গর্ভনর বলেন, ভিশন-২০৩০ কে সামনে রেখে সৌদি আরব তেল নির্ভর অর্থনীতি থেকে সরে এসে অর্থনৈতিক বৈচিত্র্য আনায়নের জন্য কারিগরি ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে ভিশন-২০৩০ বাস্তবায়নে বাংলাদেশের দক্ষ জনশক্তির ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে প্রতিনিধি দলকে অবহিত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020