ঢাকারবিবার , ২৬ মে ২০২৪
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

পেনশন স্কিম বাতিলে ঢাবি শিক্ষক সমিতির আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন
মে ২৬, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

৩০ জুনের মধ্যে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার না করা হলে আগামী ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা স্থগিত রাখা হবে বলে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার (২৬ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে থেকে এ আল্টিমেটাম ঘোষণা করা হয়।মানববন্ধনের অংশ নিয়ে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আজকে এই মানববন্ধন পালন করছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য জারিকৃত প্রত্যয় স্কিম নামে যে পেনশন স্কিম সেখানে অনেকগুলো সুযোগ সুবিধা কর্তন করা হয়েছে। কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই এই স্কিমকে গ্রহণ করতে পারেনি। তাই তারা নতুন এ পদ্ধতি বাতিলের দাবি তুলেছেন। অধ্যাপক নিজামুল হক বলেন, দাবি না মানা হলে পর্যায়ক্রমে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো। এ পেনশন স্কিম বাতিলে ১ হাজার ৬১ জন শিক্ষক স্বাক্ষর দিয়েছেন। তারা কেউ এই ধরনের বৈষম্যমুলক স্কিম গ্রহণ করবেন না। শিক্ষকরা আত্মপরিচয়, আত্মসম্মান নিয়ে বাঁচেন। সেটি যখন সমস্যায় তখন আমাদের এমন প্রতিবাদ করতে হয়। যারা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের দিকে বিশেষ নজর দেবে।

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, এই পেনশন স্কিমে পারিবারিক সুরক্ষাবলয়কে কর্তন করা হয়েছে। মেধাবী যারা আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে, তাদেরকে আমরা আর এই বিশ্ববিদ্যালয়ে খুঁজে পাবো কি না জানি না। আজ মানববন্ধন করছি, যদি আমাদের দাবি আগামীকালের মধ্যে মেনে নেয়া না হয় আমরা আগামী ২৮ মে সকাল ১০টা থেকে ১২টা অবধি ২ ঘণ্টা কর্মবিরতি পালন করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।