আসন্ন ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২২ দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এ ছুটি রবিবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আগামী ৩০ মে থেকে ২০ জুন পর্যন্ত ২২ দিন ক্লাস ছুটি থাকবে।
তবে গ্রীষ্মকালীন ছুটিতে অফিস বন্ধ থাকবে ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত মোট ৬ দিন। এছাড়া ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ১৩ জুন থেকে ২০ জুন পর্যন্ত মোট ৮ দিন অফিস বন্ধ থাকবে। ছুটি শেষে ২০ জুন থেকে ক্লাস ও অফিসের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।