ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রদলের কর্মীসভা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একটি হত্যা মামলায় আদনানকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন। ২০২২ সালের ৪ জুলাই সদরের বায়তুল আমান এলাকায় সবুজ মোল্লা (২৮) নামে এক যুবক হত্যাকাণ্ডের শিকার হন। সে মামলার আসামি আদনান হোসেন অনু।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সবুজ হত্যার ঘটনাটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। সে মামলার অনেক আসামিকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি আদনান পলাতক ছিলেন। জেলায় ছাত্রদলের সমাবেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।