ঢাকাশুক্রবার , ২৪ মে ২০২৪
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

কুবি শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

বাংলা ট্রিবিউন
মে ২৪, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে ১২তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি আবু তাহের বলেন, ‘উপাচার্যের নেতৃত্বে শিক্ষকদের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে, এ ক্ষেত্রে উপাচার্য চলে যাওয়াই হচ্ছে একমাত্র সমাধান।’ এই শিক্ষকনেতা আরও বলেন, ‘উপাচার্য যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন বা অপসারণ করে নেওয়া হবে, তত তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সবার জন্য মঙ্গল হবে এবং সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় বন্ধ করে রেখেছেন এই উপাচার্য। আমাদের এক দফা দাবি, উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চলবে।’ উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ৬ মে থেকে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।