সবজির দাম চড়া

সবজির দাম চড়া

সপ্তাহের ব্যবধানেই দাম বেড়ে যাচ্ছে বিভিন্ন সবজির। বিশেষ করে কাঁচা মরিচের দাম সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ৫০-৬০ টাকা বেড়ে ২০০ টাকা ছুঁয়েছে। আগের সপ্তাহেও অল্প সময়ের ব্যবধানে ৮০-৯০ টাকা কেজির কাঁচা মরিচ বেড়ে ১৫০-১৬০ টাকায় দাঁড়ায়।শুক্রবার (২৪ মে) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, আগের মতোই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে শাক-সবজি, চিনি, চাল, আটা, ডাল ও মাছ-মাংস।
আলুর কেজি বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। স্থানভেদে পাকা টমেটোর কেজি ৫০-৬০ টাকা। পেঁপে ৭০-৮০ টাকা, বেগুন জাতভেদে ৬০ থেকে ১০০ টাকা ছুঁই ছুঁই। করলা ৫৫-৬০ টাকা, ঢেঁড়স ৪০-৫০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, মান ও জাতভেদে পটল ৫০-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।স্থান ও মানভেদে কাঁচামরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। চিচিঙ্গা ৬০-৭০ টাকা, ঝিঙা ৬০ টাকা, কচুর লতি ৬০-৭০ টাকা, কচুর মুখী মানভেদে ৬০-৭০ টাকা, গাজর ৬০-৭০ টাকা, শসা ৪০-৫০ টাকা ও কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা হালি। বাজারে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। দেশি রসুন ২২০-২৪০ টাকা এবং আদা ২৪০-২৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *