1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
৮৪৪ পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেলেন ৬৭৬ জন - The Bangla Tribune
সেপ্টেম্বর ২০, ২০২৪ | ১২:৪১ অপরাহ্ণ

৮৪৪ পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেলেন ৬৭৬ জন

  • প্রকাশের সময় : সোমবার, মে ১৩, ২০২৪

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে গতকাল। এতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের ফলাফলে পূর্বের ধারাবাহিকতায় এবারো সাফল্য পেয়েছে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। মাদ্রাসাটিতে সর্বমোট ৮৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬৭৬ জন। গতকাল রোববার অনলাইনে ফল ঘোষণার পর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের মুহাম্মদ আবু বকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় রাজনীতিমুক্ত পরিবেশে, সুন্নতে নববীর পূর্ণ অনুসরণে ও আউলিয়ায়ে কেরামের অনুসৃত পথে পরিচালিত তেরো সহস্রাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ঢাকার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষা ২০২৪ এ বিগত বছরের ন্যায় সর্বাধিক জিপিএ ৫ পেয়ে ফলাফলে শীর্ষে অবস্থান করছে। পরীক্ষায় সর্বমোট ৮৪৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৭৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত বছরগুলোতেও এ মাদ্রাসা ফলাফলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে শীর্ষে ছিল। ‘দ্বিনি পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা এবং সর্বোপরি আল্লাহর অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020