ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান আহমেদ খানকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (১৩ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ দৃশ্য দেখা যায়। বিদ্যালয় সূত্রে জানা যায়, সুলতান আহমেদ খান ১৯৯২ সালে ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক (গণিত) হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। কিছুদিন আগে পদোন্নতি পেয়ে তিনি প্রধান শিক্ষক হন। সোমবার অবসরে যান তিনি। দীর্ঘ ৩২ বছর শিক্ষকতা জীবনে শুধু ১ বছরের জন্য ভান্ডারিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি হয়েছিলেন। আবার তিনি ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয় যোগদান করেন। তাই শিক্ষকতা জীবনের শেষ দিনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এমন আয়োজন দেখে তিনি আনন্দে কেঁদে ফেলেন। সকালে তাঁর অবসর উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সুলতান আহমেদ খান বলেন, ‘চাকরিজীবনে আমি তেমন ছুটি নিইনি। সকাল থেকে রাত পর্যন্ত অফিসের কাজ করেছি। সব সময় চিন্তা ছিল শিক্ষার্থীদের নিয়ে। কোনো ক্লাসের শিক্ষক না এলে আমি নিজেই ক্লাস নিয়েছি। চাকরিজীবনে কোনো দিন অনিয়ম আমি করিনি। শিক্ষার্থীদের সব সময় নিজের সন্তানের মতো শিক্ষা দিয়েছি। সব সময় চেয়েছি, শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। আমি সকলের কাছে দোয়া চাই, যাতে শেষ জীবনটা ভালোভাবে কাটাতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন বাকি জীবন যেন মহান আল্লাহ আমাকে সুস্থ রাখেন।

Posted inএক্সক্লুসিভ