আন্দোলনরত অবস্থায় বৃহৎ সমাবেশ নিয়ে গণভবনের উদ্দেশ্যে যাত্রাপথে শাহবাগে পুলিশের বাধায় পড়েছেন ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা। এসময় তাদের ১৩ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (১১ মে) দুপুর তিনটায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, সুলতানা সিদ্দিকী (সাংবাদিক), রিমা, সাবেক ছাত্রী, (নরসিংদী সরকারি কলেজ), বৃষ্টি, সাবেক ছাত্রী, (রাজশাহী বিশ্ববিদ্যালয়), আলামিন, সাবেক ছাত্র, (সোনারগাঁও বিশ্ববিদ্যালয়), নূর মোহাম্মদ নূর, (সরকারি বাংলা কলেজ), হুমায়ুন কবির, (জগন্নাথ বিশ্ববিদ্যালয়),মানিক দাস, (শহীদ সোহরাওয়ার্দী কলেজ), মো. রাসেল, (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), শেখ ফরিদ, (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), আজম মোহাম্মদ, (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মামুনুর রশিদ, (ঢাকা কলেজ), সাদ্দাম হোসেন, (ঢাকা কলেজ), আব্দুল হাকিম, (মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
এর আগে, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশবক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি বলেন, আওয়ামী লীগ ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে চাকরিতে বয়সসীমা বাড়ানোর কথা বলেছে। আমিও প্রধানমন্ত্রীর কাছে এই দাবি তুলে ধরেছিলাম। বলেছিলাম, এর পেছনে ছাত্রলীগের পূর্ণ সমর্থন রয়েছে।