দীর্ঘ দেড় মাস পর একাডেমিক কার্যক্রমে ফেরার ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীন সময়ে স্থগিত হওয়া টার্ম ফাইনাল পরীক্ষা পুনরায় শুরুর তারিখও নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ব্যাচ ও বিভাগের শ্রেণি-প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে কর্তৃপক্ষ আলোচনা করছে।
ইতিমধ্যে আগামী ১১ মে থেকে সব ব্যাচের শিক্ষার্থীরা বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর আগে আগামী সপ্তাহে পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে। এদিকে, আগামী ৬ জুনের মধ্যে টার্ম ফাইনাল পরীক্ষা শেষ করার চিন্তা-ভাবনা করছে বুয়েটে প্রশাসন।
গত ২৭ মার্চ বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রবেশকে কেন্দ্র করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে সব ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা। ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটির আগে-পরের সব টার্ম ফাইনাল পরীক্ষা প্রায় শতভাগ শিক্ষার্থী বর্জন করেন। যার পরিপ্রেক্ষিতে, বাধ্য হয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় পূর্বনির্ধারিত বাকি সব টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও আন্দোলনের মুখে ২৯ মার্চ রাতে ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের হলের আসন বাতিল করে বুয়েট কর্তৃপক্ষ। পরে ইমতিয়াজের করা রিটের পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সেই ‘জরুরি বিজ্ঞপ্তির’ কার্যক্রম স্থগিত করেন উচ্চ আদালত।