1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
নতুন নেতৃত্বে খেলবে ওমান - The Bangla Tribune
জুন ১৩, ২০২৪ | ৪:১১ অপরাহ্ণ

নতুন নেতৃত্বে খেলবে ওমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, মে ২, ২০২৪

নতুন নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায় ওমান। এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে ব্যাটিং অলরাউন্ডার আকিব ইলিয়াসকে। নেতৃত্ব হারালেও দলে জায়গা ধরে রেখেছেন জিশান মাকসুদ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের আট জন আছেন এবারের দলে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বৈশ্বিক আসরের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করে ওমান। দলে জায়গা পাননি দলটির তারকা ব্যাটসম্যানদের একজন জাতিন্দার সিং ও লেগ স্পিনার সামায় শ্রিভাস্তাভ। পেসার সুফিয়ান মেহমুদ ও অফ স্পিনার জায় ওডেড্রার সঙ্গে এই দুইজনকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে।

ওমানের জার্সিতে ৫২ টি-টোয়েন্টি খেলা জাতিন্দারের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও ভালো নয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২ ম্যাচ আগে ফিফটির দেখা পেয়েছিলেন তিনি
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ওমানকে নেতৃত্ব দিয়ে আসছিলেন জিশান। ২০২১ সালেও তার অধিনায়কত্বে খেলেছিল মধ্যপ্রাচ্যের দলটি।

আগামী ১ জুন শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিন বারবাডোসে নামিবিয়া ম্যাচ দিয়ে আসর শুরু করবে ওমান। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020