বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সহায়তা নিয়েই এ অবৈধ ডামি সরকার দেশের গণতন্ত্রকামী জনগণকে বন্দি করে রেখেছে। এদেশের গণতন্ত্রকে বন্দি করেছে।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ‘ফ্যান্টাসি আইল্য্যান্ড’ এ হাজী মো. মোস্তফা জামানের উদ্যোগে গতকাল ঢাকা মহানগর উত্তরের ৭টি থানার কারা নির্যাতিত নেতাকর্মীদের সন্মানে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আপনারা (সরকার) দেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেননি, আপনারা শুধু পার্শ্ববর্তীদেশকে খুশি করার জন্যই কথা বলেন। আপনারা যে কত ভন্ড, কত আত্মপ্রবঞ্চক, এটা দেশবাসী জানে. এজন্য অবাধ সুষ্ঠু নির্বাচন দেন না, এজন্য মতপ্রকাশের স্বাধীনতা দেন না, এজন্য জনগণের সমস্ত নাগরিক স্বাধীনতা, নাগরিক অধিকারকে আপনারা আজকে কুক্ষিগত করেছেন।
তিনি বলেন, আজকে দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ-র্যাব সব কিছু আপনাদের (সরকার) হাতের মুঠোয়, সব কিছু আপনারা কুক্ষিগত করে রেখেছেন, কোথায়ও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সব আওয়ামী ফ্যাসিবাদের ছাতার নিচে আপনারা বন্দি করে রেখেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব এরকম কথা বলতে লজ্জা করলো না। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ংকরতম সা¤প্রদায়িক শক্তি এখন পার্শ্ববর্তী দেশের রাষ্ট্র পরিচালনা করছে। বাবরী মসজিদের জায়গায় মন্দির বানিয়েছে, এটা কি মিথ্যা নাকি সত্য? সেই সা¤প্রদায়িক শক্তি যারা ভারতের রাষ্ট্র পরিচালনা করছে, একমাত্র তারা আপনাদের (সরকার) সমর্থন জানিয়েছে। তাদের একজন ক‚টনীতিক বলেছেন যে, ইন্ডিয়ার চাপে, ইন্ডিয়ার কর্মতৎপরতায় আমেরিকার রাষ্ট্রদূত নাকি চুপ হয়ে গেছেন, পালিয়ে গেছেন- এরকম একটা শব্দ ব্যবহার করেছেন। এতো বড় সা¤প্রদায়িক শক্তি যারা ভারতের রাষ্ট্র ক্ষমতায় তাদের সঙ্গে আপনাদের সখ্যতা, তাদের সঙ্গে আপনাদের বন্ধুত্বৃ আপনার একজন সাবেক মন্ত্রী বলেছিলেন, ভারতের সঙ্গে নাকি স্বামী-স্ত্রীর সম্পর্ক। আর আপনারা এখন বলেছেন, সা¤প্রদায়িক শক্তিকে দেশ থেকে নাকি তাড়াবেন।