বদলি নিয়ে কর্মশালা আজ

বদলি নিয়ে কর্মশালা আজ

দেশের বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা প্রণয়নে কর্মশালার আয়োজন করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আজ বৃহস্পতিবার অধিদপ্তরের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলির বিষয়টি দেখবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। তবে বদলি কোন অধিদপ্তরের মাধ্যমে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। পৃথক দুটি অধিদপ্তরের মাধ্যমে বদলি হবে নাকি মাদ্রাসা অধিদপ্তরের মাধ্যমে বদলির কার্যক্রম চলবে সে বিষয়ে কর্মশালায় আালোচনা করা হবে। বদলির আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কিংবা ম্যানেজিং কমিটির কোনো অনুমতি নিতে হবে না। শিক্ষকরা সরাসরি অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

ওই সূত্র আরও জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সঙ্গে মিল রেখে বছরের একটি নির্দিষ্ট সময় বদলির আবেদন গ্রহণ চলবে। বদলির ক্ষেত্রে একজন শিক্ষককে বদলির আবেদন করার ক্ষেত্রে বর্তমান কর্মস্থলে অন্তত দুইবছর ইনডেক্সধারী হিসেবে চাকরি করতে হবে। এরপর তিনি বদলির সুযোগ পাবেন। এমন বিধান যুক্ত করা হতে পারে। এছাড়া কেবল এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্তরাই বদলির সুযোগ পেতে পারেন বলে জানা গেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *