ঢাকাবৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

পশ্চিমবঙ্গের স্কুলে গরমের ছুটি

বাংলা ট্রিবিউন
এপ্রিল ১৮, ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

তীব্র তাপপ্রবাহের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের স্কুলগুলোয় এগিয়ে আসছে গরমের ছুটি। প্রবল গরম এবং ভোটের কারণে রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলে ছুটি এগিয়ে আনা হচ্ছে। আগামী ২২ এপ্রিল (সোমবার) থেকে স্কুলগুলোতে ছুটি শুরু হতে পারে। বেসরকারি স্কুলগুলোতেও যাতে ছুটি এগিয়ে আনা হয়, সেই আর্জি জানানো হবে।

হিন্দুস্তান টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষক সংগঠনগুলো একটানা ছুটির ঘোষণা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন। কারণ অতীতে দেখা গেছে, গরমের জন্য একটানা ছুটি দেওয়ার কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হয়ে তাপমাত্রা কমেছে। তারপরও স্কুলে ছুটি থেকেছে। ফলে পঠন-পাঠন ব্যাহত হয়েছে।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘আমাদের দাবি আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাস্তবসম্মতভাবে অল্পদিন করে ছুটি ঘোষণা করা। অর্থাৎ একটানা ছুটি না দিয়ে পরিস্থিতি বিবেচনা করে ছুটি দেওয়া।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।