রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হরিজন পল্লি সংলগ্ন মেহগনি বাগান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হরিজন পল্লি সংলগ্ন মেহগনি বাগান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকার হরিজন পল্লি সংলগ্ন এলাকার মেহগনি বাগান থেকে ঝুলন্ত অবস্থায় এক বহিরাগতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, মৃত ফারুক হোসেন (৩৮) রাজশাহী জেলার চারঘাট থানার নন্দনগাছি উত্তর ভাটপাড়ার বাসিন্দা। তিনি রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে বাদাম বিক্রি করতেন।
ফারুক হোসেনের ছেলে আল আমিন বলেন, আমার আব্বা আপুর বাসায় বেড়াতে এসেছিলেন। কিন্তু কেন এমন হল বুঝতে পারছি না। আমার আব্বা ভালো মানুষ ছিলেন, তিনি লক্ষ্মীপুর বাজারে বাদাম বিক্রি করতেন।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোবারক পারভেজ বলেন, সন্ধ্যার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পরিদর্শন করতে এসে দেখি একটা ছোট গাছে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ঝুলছে। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য সিআইডি এবং পিবিআইকে জানালে তারা ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এরপর রাত ১২টার নাগাদ কয়েকজন ছেলে ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে একজন লাশ দেখে বাবা বলে চিৎকার করে ওঠে। পরে ওই ছেলের কাছে পরিচয় নিয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। সূত্র: আরটিভি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *