দীর্ঘ ১৫ বছর পর ঢাকাস্থ চান্দিনা যুবকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. এ এইচ এম জাকির হোসেন সিকদার, সাধারণ সম্পাদক হয়েছেন এস এম রেজাউল করিম এবং এইচ এম কামাল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর পল্টন্থ একটি রেস্টেুরেন্টে সমিতির পক্ষ থেকে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল শেষে সর্বসম্মতিক্রমে এই নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
সমিতির নির্বাচিত সহসভাপতিরা হলেন, অ্যাডভোকেট নেয়ামুল আনাম বিশ্বাস, ড. জাকির হোসেন, মাহবুব আলম, অধ্যাপক ডা. আনিসুর রহমান, আ ন ম কামরুজ্জামান ভুঁইয়া মানিক, নূরুল ইসলাম তুহিন, কে এম জাহাঙ্গীর আলম, আব্দুস সাত্তার, হুমায়ুন কবীর. ড. হুমায়ুন কবীর, নজরুল ইসলাম, আসাদুজ্জামান, শাহীন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট নেয়ামুল আনাম বিশ্বাস, আমীর হোসেন। কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন সাদিকুর রহমান।
সমিতির সদ্য দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এইচ এম কামাল বলেন, চান্দিনার যুবকদের কল্যাণে কাজ করে যাব। চান্দিনার যুবকদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের চেষ্টা থাকবে চান্দিনার যুবকদের স্মার্ট ও দক্ষ করে গড়ে তোলা। যুবকদের কল্যাণে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করে চান্দিনার যুবসমাজকে বাংলাদেশের মধ্যে অন্যতম দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো।
নতুন কমিটি ঘোষণা করেন রংপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ও সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, এস এম ওদুদ মাহমুদী প্রমুখ।