ঢাকাশুক্রবার , ৫ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

কলেজ শিক্ষককে গলা কেটে রেখে গেল দুর্বৃত্তরা

বাংলা ট্রিবিউন
এপ্রিল ৫, ২০২৪ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের কামারখন্দে শফিকুল ইসলাম ওরফে বাদল (৫৮) নামের এক কলেজ শিক্ষককে গলা কেটে রেখে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার জামতৈল কলেজ পাড়ার তার শ্বশুরের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
শফিকুল উপজেলার চর কামারখন্দ গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে ও চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক। তিনি জামতৈল কলেজপাড়া শ্বশুর বাড়িতে থাকতেন স্থানীয় সূত্রে জানা যায়, সেহরি খাওয়ার পর নামাজ শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পরেন। এসময় শফিকুল বাড়ির পাশের পুকুরে ময়লা ফেলতে যান। তখন দুর্বৃত্তরা তাকে ধারালো চাপাতি দিয়ে গলা কেটে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সহযোগী অধ্যাপক জাহিদ ইসলাম বলেন, ভর্তি রেখে আহত শিক্ষকের চিকিৎসা চলছে। পুলিশও তাঁর খোঁজখবর নিচ্ছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।