নেচে-গেয়ে বরণ নতুন ভিসিকে

নেচে-গেয়ে বরণ নতুন ভিসিকে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে নতুন উপাচার্যকে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। উপাচার্যকে বরণে কেউ এসেছেন ফুলেন মালা হাতে, কেউ এসেছেন বাহারি ফুলের সমন্বয়ে সাজানো ফুলের তোড়া হাতে। এ সময় অনেকেই নাচছেন ব্যান্ড পার্টির ঢাক-ঢোলের তালে তালে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে রাজসিক সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দেখা যায়, সকাল ১০টা থেকেই চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফুলের মালা নিয়ে জড়ো হতে থাকেন। ক্যাম্পাসে নতুন উপাচার্যকে বরণ করতে সবার ভেতর উদ্দীপনা কাজ করছে। সবাই ফুল হাতে নিয়ে অপেক্ষা করছেন নতুন উপাচার্যকে স্বাগত জানানোর জন্য। রেডি রাখা হয়েছে ব্যান্ড পার্টিকেও। এ সময় অনেকেই ব্যান্ড পার্টির ঢাক-ঢোলের তাল মিলিয়ে নেচেছেন।

বিএসএমএমইউ উপাচার্য হিসাবে নতুন দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। এদিকে নতুন ভিসিকে বরণের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর নেতিবাচক সমালোচনা চলছে।

ভিডিও কমেন্টস এ এস এম সুহার্দ্য লিখেছেন, নতুন ভিসিকে ম্যানেজ করতে পারলেই দুর্নীতির আখড়া হবে এজন্যই এত আয়োজন!!

ফিরোজ আলম নামে একজন লিখেছেন, কি যে একটা অবস্থা! এটা কি শিল্পকলা একাডেমি? যে নাচ, গান গেয়ে বরণ করতে হবে? একটি হাসপাতাল এখানে হাজার হাজার রোগী, এখানে সেবা দেয়া প্রধান কাজ। জেন্টেল ভাবে একজন কর্মকর্তাকে বরণ করে নিবে এটাই হওয়া উচিত…

গণি ওসমান লিখেছেন, এখন আর ফুলে কাজ হয় না, তেল দিতে নাচতেও হবে! সুতরাং দেশের প্রেক্ষাপটে বিএসএমএমইউ এর ভিসি বরণের নৃত্যের গুরুত্ব অপরিসীম।

আরেকজন মন্তব্যকারী এনামুল লিখেছেন, সরকারি বেতন ভাতা খাচ্ছে মানুষে সেবা পাচ্ছে কি পাচ্ছে না তা দিয়ে ওদের দরকার কি ওরা নতুন বিসিকে খুশি করতে পারলেই তো আরাম-আয় এসে খেয়ে যেতে পারবে।

এর আগে বেলা ১২টা ১৫ মিনিটের দিকে স্বপরিবারে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন ডা. দীন মোহাম্মদ নূরুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

দেশের সবচেয়ে বড় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানটিতে তিন বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শেষে আজ বিদায় নিলেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের মেয়াদ। গত ১১ মার্চ বিএসএমএমইউর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মো. নূরুল হক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *