বিশ্বের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজ, ব্রিস্টল ইউনিভার্সিটি এবং রয়েল কলেজ অব সার্জনস অব ইংল্যান্ড এবার ইফতার পার্টির ছবি দিয়ে রমজানের শুভেচ্ছা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভেরিফাইড ফেসবুক পেজে ক্যাম্পাসে ইফতার পার্টির ছবি এবং ভিডিও প্রকাশ করে ‘রামাদান কারীম’, রামাদান মোবারক লিখে শুভেচ্ছা জানায় প্রকাশিত ছবিতে দেখা যায় ইফতার পার্টি উপলক্ষ্যে রমাদান ল্যাম্প দিয়ে সাজানো টেবিল, ইফতারের বিভিন্ন পদের ছবি এবং ইফতার আয়োজনে মানুষের ভিড়। এছাড়া ইফতার করার জন্য অপেক্ষারত মানুষদের।
এর আগে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটি ছবিতে ইংরেজি ভাষায় ‘রামদান মোবারক’ লিখে এই মাসে রোজা পালনকারী সকল মুসলিমকে রমজান মোবারক জানিয়েছিল।
রয়েল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ড-এর ইফতার পার্টিতে অংশগ্রহণকারী ফয়সাল হক নামের এক বাংলাদেশি তার দেয়া ফেসবুক পোস্টে লিখেন, রয়েল কলেজের মেম্বার হিসেবে আমার সৌভাগ্য হয়েছে ইফতার ইভেন্টেটাতে উপস্থিত থাকার। রয়েল কলেজের গ্লোবাল সার্জারি টিম এই ইভেন্ট আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন রয়েল কলেজের প্রেসিডেন্ট, কয়েকটা মুসলিম দেশের হাইকমিশনার সহ আরো বেশ কিছু প্রমিনেন্ট গেস্ট।

Posted inএক্সক্লুসিভ ক্যাম্পাস