৩৩ জন শিক্ষক নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

৩৩ জন শিক্ষক নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন বিভাগে স্থায়ী ও অস্থায়ীভাবে ৩৩ জন শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন জমা দেয়ার শেষ সময় ১৮ জানুয়ারি।

প্রতিষ্ঠানের নাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিভাগ: ১৩

পদ সংখ্যা: মোট ৩৩ টি

বেতন: জাতীয় বেতন স্কেলে প্রভাষকঃ ২২,০০০-৫৩,০৬০টাকা, সহকারী অধ্যাপকঃ ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

আবেদন যেভাবে: প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সাত সেট আবেদনপত্রের প্রতি সেটের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র,

গবেষণামূলক প্রকাশনার কপি ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। দরখাস্তের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা থেকে ৬০০/- (ছয়শত) টাকার ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংক লিঃ জাবি শাখার সিডি-৬৮ একাউন্টে ৬০০/-(ছয়শত) টাকা জমাদানের রশিদ সংযুক্ত করতে হবে। জমাকৃত টাকা/ড্রাফট ফেরৎযোগ্য নয়।

চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীগণ অফিস চলাকালীন সময়ে নিম্নস্বাক্ষরকারীর অফিস থেকে বিজ্ঞপ্তির কপি এবং আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *