বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের বিষয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত রাষ্ট্রবিজ্ঞানীদের সংগঠন বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স নেটওয়ার্ক (বিপিএসএন)।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিপিএসএনের সাধারণ সম্পাদক ড. সাব্বীর আহমেদ স্বাক্ষরিত আসন্ন নির্বাচন সম্পর্কিত বিবৃতিতে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন জাতির আকাঙ্ক্ষা বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের দ্বিমেরুকৃত রাজনৈতিক বিভাজন সাংঘর্ষিক রূপ পরিগ্রহ করার আশংকা দেখা দিয়েছে, যা কিছুতেই কাম্য নয়। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নিবন্ধনকৃত সকল দলের অংশগ্রহণে এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এবং ব্যালটের মাধ্যমে প্রদত্ত জনগণের রায় বাঁধাহীনভাবে প্রকাশিত হোক এটিই দেশবাসীর একান্ত কাম্য।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন ব্যতীত সরকার পরিবর্তন বা সরকার গঠনের গ্রহণযোগ্য অন্যকোন পন্থা বা মাধ্যম নেই। অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে গঠিত নির্বাচনকালীন সরকার ব্যবস্থা যে-কোনো গণতান্ত্রিক সংবিধানের মূল স্তম্ভ বা কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক এবং অসাংবিধানিক সংবিধান কাগজের কোনো পিন্ড নয় যা কথায় কথায় কাঁটাছেঁড়া করা যায়। আমাদের সংবিধানের (অনুচ্ছেদ ৭) ঘোষণা- সকল ক্ষমতার মালিক জনগণই হবে সকল রাজনৈতিক কর্মকারের কেন্দ্রবিন্দু। রাজনীতিতে বিদেশমুখীনতা দেশের জন্য কল্যাণকর হয় না। উপরন্ত বর্তমানে যেখানে উচ্চমূল্য জীবন বিপর্যয় করে ফেলছে, এ অবস্থায় সাংঘার্ষিক রাজনীতি হবে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।