নিয়োগ দেবে বাগদোড় ইয়াছিনিয়া দাখিল মাদরাসা

নিয়োগ দেবে বাগদোড় ইয়াছিনিয়া দাখিল মাদরাসা

সরকারি বিধি মোতাবেক বাগদোড় ইয়াছিনিয়া দাখিল মাদরাসায় শুন্যপদে ১) একজন এবতেদায়ী প্রধান (২) অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে।

জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)-এর ৩১ অনুচ্ছেদ জনিত নিয়োগ যোগ্যতা অথবা প্রধান শিক্ষক পদে এনটিআরসিএ সনদ ও প্রত্যয়নপত্র থাকিতে হইবে। দ্বিতীয় বিভাগে ফাজিল ডিগ্রী পাস আবশ্যক।বেতন স্কেল-১২৫০০ টাকা গ্রেড-১১, (২) অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর এইচএসসি/সমমান ও কম্পিউটার পাস আবশ্যক। বেতন স্কেল-৯,৩০০ টাকা গ্রেড-১৬। সোনালী ব্যাংক হাকিমপুর শাখা যার একাউন্ট নং-০৩৪০৫৫১৮৮ অনুকূলে (অফেরতযোগ্য) ১,০০০ টাকার জমা রশিদ সহ সদ্যতোলা ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সুপার বরাবর আবেদন করতে হবে।

যোগাযোগ:- সুপার, বাগদোড় ইয়াছিনিয়া দাখিল মাদরাসা, ডাকঘর-খাট্টাউছনা, উপজেলা- হাকিমপুর, জেলা-দিনাজপুর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *