1. [email protected] : thebanglatribune :
যার প্রেমে মজেছেন সুশান্তের সাবেক প্রেমিকা রিয়া - The Bangla Tribune
ডিসেম্বর ২, ২০২৩ | ৭:১৮ পূর্বাহ্ণ

যার প্রেমে মজেছেন সুশান্তের সাবেক প্রেমিকা রিয়া

  • প্রকাশের সময় : সোমবার, অক্টোবর ২৩, ২০২৩

প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর জীবনে অনেক ঝড় বয়ে গেছে। তবে সব ভুলে নতুন করে জীবন শুরুর চেষ্টায় আছেন তিনি। এবার নতুন একজনের প্রেমে মজেছেন রিয়া।
জানা গেছে, দিল্লির শিল্পপতি নিখিল কামাতের সঙ্গে প্রেম করছেন রিয়া।
২০২০ সালে অভিনেতা সুশান্তের রহস্যজনক মৃত্যুর পর তার মৃত্যুর জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয় প্রেমিকা রিয়াকে। জেল থেকে মুক্তির পরেও দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন এই অভিনেত্রী। তবে এখন বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে রিয়াকে। সুশান্তের মৃত্যুর পর ব্যাপক মানসিক চাপে ছিলেন বলে সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে জানান রিয়া।

এদিকে রিয়া ও নিখিলের প্রেমের গুঞ্জনে চমকে গিয়েছিলেন অনেকেই। কারণ, কিছুদিন আগে নিখিলের সঙ্গে আরেক অভিনেত্রী মানুষি ছিল্লারের প্রেমের কথা শোনা গিয়েছিল। তবে এখন অনেক জায়গাতেই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় রিয়া-নিখিলকে। যদিও প্রেমের সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত কেউই মুখ খোলেন তারা।

প্রসঙ্গত, অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা ‘জিরোধা’র কর্ণধার নিখিল কামাত। ২০১৯ সালে ইতালির নাগরিক আমান্ডাকে বিয়ে করেন তিনি। তবে সেই বিয়ে খুব বেশিদিন টেকেনি। ২০২১ সালে প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় নিখিলের।

সূত্র : নিউজ ১৮

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020