1. [email protected] : thebanglatribune :
গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩০ - The Bangla Tribune
ডিসেম্বর ২, ২০২৩ | ৭:২৪ পূর্বাহ্ণ

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩০

  • প্রকাশের সময় : সোমবার, অক্টোবর ২৩, ২০২৩

গাজার সবচেয়ে বড় জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। এ হামলায় আহত হয়েছেন আরও ২৭ জন। রবিবার (২২ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ হামলা চালায় ইসরায়েল বাহিনী। খবর আল জাজিরা
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই উপত্যকায় আটটি শরণার্থী শিবিরের মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরটি বড়। এখানেই একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি ওই বিমান হামলায় কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসায় হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৬৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশুর সংখ্যাই ১ হাজার ৭০০ জনেরও বেশি। হামলায় আহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

যদিও ইসরায়েল দাবি করছে তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে হামাসের যোদ্ধাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাজার বেসামরিক মানুষ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020