ভারতের কেরালায় কান্নুর জেলার একটি কোম্পানি ইসরায়েলি পুলিশের জন্য পোশাক তৈরি করছে বলে জানা গেছে। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হামলার মধ্যেই এ তথ্য দিয়েছে স্থানীয় গণমাধ্যগুলো। প্রায় আট বছর আগে ‘মারিয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড’ নামে ওই কোম্পানির সঙ্গে ইসরায়েলের চুক্তি হয়েছিল। এরপর থেকে প্রত্যেক বছর এই প্রতিষ্ঠানটি ইসরায়েলি পুলিশকে এক লাখ শার্ট সরবরাহ করে। চলতি বছরের ডিসেম্বর মাসে আর এক দফায় ইসরায়েলে পোশাক পাঠাবে সংস্থাটি।
ভারতীয় এ কোম্পানির মালিক থমাস ওলিক্কল বলেন, ইসরায়েলি পুলিশকে প্রত্যেক বছর পোশাক সরবরাহ করতে পারার জন্য তিনি এবং তার সংস্থার কর্মীরা গর্বিত। গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পরেও নতুন কাজের দায়িত্বভার পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। জানা গেছে, এই কোম্পানির সদর দফতর মহারাষ্ট্রের মুম্বাইতে। চুক্তি চূড়ান্ত করার আ ইসরায়েলি প্রতিনিধিরা মুম্বাইয়ে এসেছিলেন। তারা কান্নুরে কোম্পানির শীর্ষ কর্মকর্তা, ডিজাইনার এবং মান নিয়ন্ত্রকদের সঙ্গে কারখানা পরিদর্শন করেন। সেখানে তারা প্রায় ১০ দিন অবস্থান করেন। ইউনিফর্ম তৈরি করা ওই সংস্থায় প্রায় ১৫০০ কর্মী কাজ করেন। এদের মধ্যে ৯৫ শতাংশের বেশি নারী।
এ পোশাক কোম্পানির মালিক থমাস ওলিক্কল বলেন, সাম্প্রতিক যুদ্ধ শুরু হওয়ার পরও ইসরায়েলি পুলিশ কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে। শুধু তাই নয়, আরও ইউনিফর্ম তৈরির জন্য অতিরিক্ত কাজও দেওয়া হয়েছে। তিনি বলেন, ইসরায়েলি পুলিশ এ বছর নতুন পণ্য তৈরির কাজ দিয়েছে এবং ডিসেম্বরের মধ্যে প্রথম চালান পাঠানো হবে। তারা পুলিশ প্রশিক্ষণের জন্য কার্গো প্যান্ট এবং পোশাক সেট প্রস্তুত করার কাজ দিয়েছে বলেও জানান থমাস ওলিক্কল। সূত্র : এনডিটিভি