নির্বাচনের পরিবেশ এখনও হয়ে ওঠেনি, ধারণা ইসির

নির্বাচনের পরিবেশ এখনও হয়ে ওঠেনি, ধারণা ইসির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখনও প্রত্যাশিত অনুকূল পরিবেশ হয়ে ওঠেনি বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)।গণমাধ্যমের সম্পাদকদের বরাবর পাঠানো এক ধারণাপত্রে এ কথা উল্লেখ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আগামী ২৬ অক্টোবর গণমাধ্যম সম্পাদকদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করছে নির্বাচন কমিশন। এতে অংশ নেওয়ার জন্য ৩৮ জন সম্পাদককে আমন্ত্রণপত্রের সঙ্গে ধারণাপত্রটিও পাঠানো হয়েছে।
ইসির ধারণাপত্রে বলা হয়, প্রত্যাশিত সংলাপ ও সমঝোতার মাধ্যমে মতভেদ নিরসন হয়নি। প্রতিদ্বন্দ্বী প্রধান দলগুলো এখনও নিজ নিজ সিদ্ধান্ত ও অবস্থানে অনড়। রাজপথে মিছিল, জনসমাবেশ ও শক্তি প্রদর্শন করে নিজ নিজ পক্ষে সমর্থন প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এতে প্রত্যাশিত মীমাংসা বা সংকটের নিরসন হচ্ছে বলে কমিশন মনে করে না।

ইসি বলছে, নির্বাচনই হচ্ছে গণতন্ত্রের প্রাণ ও বাহন। নির্বাচন আয়োজনে যদি সংকট নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকে তাহলে গণতন্ত্র বিপন্ন হওয়ার ঝুঁকি থেকে যায়। এর ফলে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর নির্বাচনের যে অনুকূল পরিবেশের প্রত্যাশা করা হয়েছিল, নির্বাচন কমিশন মনে করে এখনও সেটি হয়ে ওঠেনি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *