1. [email protected] : thebanglatribune :
বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারল - The Bangla Tribune
ডিসেম্বর ২, ২০২৩ | ৮:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন ভারতে অবস্থান করছে। একই সময়ে বাংলাদেশ ইমার্জিং দল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। মঙ্গলবার (১৭ অক্টোবর) প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলে শ্রীলঙ্কা ইমার্জিং দল। এরপর বৃষ্টি আইনে বাংলাদেশ ইমার্জিং দলের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ২৫১ রান। তবে লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ ওভারে ১৫২ রান তুলে অলআউট হয় বাংলাদেশ ইমার্জিং দল।
এদিন টস হেরে আগে ব্যাটিং করতে নেমে রানের খাতা খুলার আগেই উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে শুরুর সেই ধাক্কা ভালোভাবেই সামাল দেন বাকি টপ অর্ডার ব্যাটাররা। তিন ব্যাটার মোহাম্মদ সামাজ ৬২, নাভাদ প্রভানিথানা ৬৬ ও আহান বিক্রমাসিংহের অপরাজিত ৬৮ রানে লড়কু সংগ্রহ পায় স্বাগতিকরা।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট শিকার করেছেন পেসার রিপন মণ্ডল। একটি করে উইকেট পেয়েছেন রাকিবূল হাসান, রিশাদ হোসেন ও আব্দুল্লাহ আল মামুন।

এরপর লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। তার ব্যাট থেকে এসেছে ৫ রান। আরেক ওপেনার অমিত হাসানও ৫ রানের বেশি করতে পারেননি। ব্যর্থদের কাতারে নাম লিখিয়েছেন শাহাদাত হোসেন দিপু-প্রিতম কুমাররাও।

তিনে নেমে ভালো শুরু পেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৭ বলে ১৮ রান। বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও দুর্দান্ত ছিলেন আব্দুল্লাহ আল মামুন।

এই মিডল অর্ডার ব্যাটার এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। তবে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ৮৪ বলে ৬৪ রান। মামুন ফেরার পর আর বেশিক্ষণ টিকেনি বাংলাদেশের ইনিংস। রিশাদ হোসেন-রিপন মণ্ডলরা শুধুই ব্যবধান কমিয়েছেন। হার এড়ানোর জন্য যথেষ্ট হয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020