কবিতা: পদ্মার অসময়ে অশ্রুজল ও অসম তরঙ্গ
পদ্মা নদীর তীরে ঢেউয়ের কলতানে মুখরিত হিল্লোল কখনো বারি বর্ষণ আবার কখনো উজানের কল্লোল।
অম্বুর হঠাৎ বৃদ্ধিতে দিশেহারা লোকালয় রাজ দরবারের ঐশ্বর্য বেড়ে উঠা রাজসুতার অপেক্ষায়।
কবি মোঃ হাবিবুর রহমান