রাষ্ট্রযন্ত্রকে কবজা করে খালেদা জিয়াকে আটকে রাখা হচ্ছে : রিজভী

রাষ্ট্রযন্ত্রকে কবজা করে খালেদা জিয়াকে আটকে রাখা হচ্ছে : রিজভী

রাষ্ট্রযন্ত্রকে কবজা করে দস্যুর মতো বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।
তিনি বলেন, তাকে (খালেদা জিয়া) তিলে তিলে মারার ষড়যন্ত্র চলছে। যে কারণে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না।সোমবার (৯ অক্টোবর) ঢাকা জেলা বিএনপির আয়োজনে দোহার ও নবাবগঞ্জে রোডমার্চ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশে নয়, আন্তর্জাতিক ভাবেও ত্যাজ্য হয়েছেন। এ কারণে এখন আবোল-তাবোল বলছেন। আর একেক সময় একেক ধরনের কথা বলে ওবায়দুল কাদের এখন সার্কাসের জোকারে পরিনত হয়েছেন। যখন যা মন চায় জোকারের মতো তাই বলে যাচ্ছেন। এ সময় তিনি বলেন, তলে তলে আপস নয়, তলে তলে নির্বাচন করার ষড়যন্ত্র চালাচ্ছে আওয়ামী লীগ।ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী।
রোডমার্চকে কেন্দ্র করে দুপুর ২টা থেকেই মিছিল সহকারে দোহারের বাঁশতলা মোড়ে সমবেত হয় নেতাকর্মীরা। সেখান থেকে হেঁটে মিছিল নিয়ে নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা মোড়ে সমবেত হয় বিএনপির নেতাকর্মীরা। মাঝিরকান্দায় পথসভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *