বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। ওইদিন বিকেল তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশের অনুমতি চেয়ে রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নেতা গণমাধ্যমকে জানান, সারাদেশে দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে রাজধানী ঢাকায় এ সমাবেশের আসছে বিএনপি ও তার শরিকদলগুলো। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে সমাবেশসহ নানামুখী কর্মসূচি পালন করেছে তারা।
এর আগে শনিবার (৯ সেপ্টেম্বর) যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একদফা দাবিতে রাজধানীতে গণমিছিল করে বিএনপি ও সমমনা দলগুলো। সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।