সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি

সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি বিধিমালা মোতাবেক শাহজাদপুর উপজেলাধীন সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে নিম্নেবর্ণিত শূন্যপদে যোগ্যতাসম্পন্ন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে।

পদের নাম

(১) সহকারী প্রধান শিক্ষক, (২) কম্পিউটার ল্যাব অপারেটর, (৩) অফিস সহায়ক, (৪) পরিচ্ছন্নতাকর্মী ও (৫) আয়া ।

উল্লেখ্য যে, সহকারী প্রধান শিক্ষক পদে ২০০০ টাকা, কম্পিউটার ল্যাব অপারেটর পদে ১৫০০ টাকা, অফিস সহায়ক+পরিচ্ছন্নতাকর্মী+আয়া পদে ১০০০ টাকা (অফেরতযোগ্য) অগ্রণী ব্যাংক এনায়েতপুর সিরাজগঞ্জ শাখার হিসাব নং- ০২০০০০৮৩৮১১৯৮ (৫৩৩০)-এর অনুকূলে জমা দিয়ে ১৮ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

শর্তসমূহ

ক) সহকারী প্রধান শিক্ষকের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অভিজ্ঞতার সনদসহ অনাপত্তি (NOC) সনদ জমা দিতে হবে। ইংরেজিতে দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

খ) কম্পিউটার ল্যাব অপারেটর এর জন্য কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ এসএসসি/সমমান বিজ্ঞান বিভাগে ২য় বিভাগ থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

গ) অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদের জন্য জেএসসি/জেডিসি/সমমান পরীক্ষায় পাস হতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

ঘ) সকল পদের আবেদনকারীদের ৪ কপি ছবি, শিক্ষাগত সনদ, ভোটার আইডি কার্ড, জন্ম সনদ, নাগরিকত্ব সনদসহ সকল কাগজপত্র ২ কপি করে আবেদনের সাথে জমা দিতে হবে।

ঙ) ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

চ) পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।

যাোগাযাগ:- মোঃ আব্দুল হামিদ প্রধান শিক্ষক, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়, ডাকঘর: স্থলনওহাটা, উপজেলা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ।

মোবাইল:-01767475317

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *