বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল শ্রীলঙ্কা

বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল শ্রীলঙ্কা

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে খুব বেশি ডানা মেলতে দেয়নি বাংলাদেশের বোলাররা। মেহেদি হাসানের দুর্দান্ত বোলিংয়ে ২৬৩ রানে আটকে গেছে লঙ্কানরা।

গোয়াহাটিতে শুক্রবার খেলেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। দলকে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ। সাকিবকে নিয়ে শোনা যাচ্ছে দুই রকম তথ্য।

ম্যাচ শুরুর দিকে ধারাভাষ্যকার দিনেশ কার্তিক বলেছেন ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন সাকিব। আবারও এমনও শোনা যাচ্ছে, চোট নয়, বিশ্রামে আছেন তিনি। তবে চোট কতটা গুরুতর তা জানানটি কার্তিক। আরেক সূত্র জানিয়েছে, সাকিবের চোট ডান পায়ের গোড়ালিতে।

ওদিকে হিন্দুস্তান টাইমসের খবর, বৃহস্পতিবার অনুশীলনের সময়ে ফুটবল খেলতে গিয়ে বাঁ-পায়ের গোড়ালিতে চোট পান সাকিব। তাঁর পায়ে বেশ ভালো ব্যথা রয়েছে এবং অনেকটা বাজেভাবে ফুলে গেছে। এমনকি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে পত্রিকাটি।

শতরানের জুটিতে শুরুটা দুর্দান্ত করে শ্রীলঙ্কা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। তাদের ত্রিশোর্ধো জুটি একটি। সর্বোচ্চ ৬৮ রান আসে ওপেনার পাথুম নিশানকার ব্যাট থেকে। ৫৫ রান করেন ধরাঞ্জয়া ডি সিলভা। ৩৪ রান করে আহত অবসরে যান ওপেনার কুসল পেরেরা।

বাংলাদেশ ব্যবহার করেছে ৭ বোলার। এর মধ্যে বোলিং কোটা পূর্ণ করেছেন কেবল মিরাজ। ১০ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। তবে ৯ ওভারে ৩৬ রান ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার মেহেদি হাসান।

একই সময়ে শুরু হওয়া দিনের অন্য ম্যাচে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪৫ রান। ৯৪ বলে ১০৩ রান করে উঠে গেছেন মোহাম্মদ রিজওয়ান। ৮৪ বলে ৮০ রান করেছেন বাবর আজম। ৫৩ বলে ৭৫ রান সৌদ শাকিলের। ২৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন আঘা সালমান।

একই দিন দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির বাধায়।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৯.১ ওভারে ২৬৩ (নিশানকা ৬৮, পেরেরা ৩৪, কুসল ২২, সামারাবিক্রমা ২, আসালাঙ্কা ১৮, ধনাঞ্জয়া ৫৫, শানাকা ৩, করুনারত্নে ১৮, ভেল্লালাগে ১০, হেমন্ত ১১, কুমারা ১৩*; অতিরিক্ত ৯, তাসকিন ৭-০-২৯-০, তানজিম ৫.১-০-৩৩০১, শরিফুল ৫-০-৩৫-১, নাসুম ৮-০-৫১-১, হাসান ৫-০-৪৪-০, মেহেদি ৯-০-৩৬-৩, মিরাজ ১০-০-৩২-১)।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *