ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

বৃষ্টির পরশ ও তোমার বিবর্ণ অবয়ব – কবি মো. হাবিবুর রহমান

বাংলা ট্রিবিউন
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

অসীমের ছোঁয়ায় হারিয়ে যাও কেন?
তোমায় খুঁজে দিশেহারা কত জন
অবশেষে মেঘ বালিকায় পূর্ণ তোমার গগন।

কেউ বা তোমার ছোঁয়ায় প্রাণ খুঁজে পায়
আবার কারো কাছে তোমার তীরে বিদীর্ণ অন্তরিন্দ্রিয়
কেউ কেউ হারিয়ে যায় স্মৃতির পাতায়।

রিম ঝিম বৃষ্টির শব্দে তোমার মন হয় রোমাঞ্চকর
তোমার অন্ধর মহলে বসে গল্প ও জলসার আসর
তা অবলোকনে শিহরণ জাগায় তোমার ইয়ার।

অম্বরের গর্জন শ্রবণে কখনো কখনো পরাণ উঠে আঁতকে
এ মেদিনীর প্রাণী ও পশুকূল টটস্থ থাকে।

শ্রমজীবী ও কর্মঠ মানুষের জন্য এ বৃষ্টি যেন বিরহের ব্যাখান
যদিও তাদের জন্য নেই কোন কালের আবরণ ও উপাখ্যান।

আমচকা বৃষ্টির পরশে তোমার মহল আঁধার।
বঁধূ বিহীন যেমন অভিসার যাতনার নীর
তেমনি দোস্ত ও সুহৃদহীন বিবর্ণ অবয়ব তোমার।

লেখক,
মোঃ হাবিবুর রহমান
কবি ও গবেষক,
ই-মেইল: mirmohammadhabib@gmail.com

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।