অসীমের ছোঁয়ায় হারিয়ে যাও কেন?
তোমায় খুঁজে দিশেহারা কত জন
অবশেষে মেঘ বালিকায় পূর্ণ তোমার গগন।
কেউ বা তোমার ছোঁয়ায় প্রাণ খুঁজে পায়
আবার কারো কাছে তোমার তীরে বিদীর্ণ অন্তরিন্দ্রিয়
কেউ কেউ হারিয়ে যায় স্মৃতির পাতায়।
রিম ঝিম বৃষ্টির শব্দে তোমার মন হয় রোমাঞ্চকর
তোমার অন্ধর মহলে বসে গল্প ও জলসার আসর
তা অবলোকনে শিহরণ জাগায় তোমার ইয়ার।
অম্বরের গর্জন শ্রবণে কখনো কখনো পরাণ উঠে আঁতকে
এ মেদিনীর প্রাণী ও পশুকূল টটস্থ থাকে।
শ্রমজীবী ও কর্মঠ মানুষের জন্য এ বৃষ্টি যেন বিরহের ব্যাখান
যদিও তাদের জন্য নেই কোন কালের আবরণ ও উপাখ্যান।
আমচকা বৃষ্টির পরশে তোমার মহল আঁধার।
বঁধূ বিহীন যেমন অভিসার যাতনার নীর
তেমনি দোস্ত ও সুহৃদহীন বিবর্ণ অবয়ব তোমার।
লেখক,
মোঃ হাবিবুর রহমান
কবি ও গবেষক,
ই-মেইল: [email protected]