1. [email protected] : thebanglatribune :
স্ত্রীর কবরের পাশেই শায়িত হলেন নির্মাতা সোহান - The Bangla Tribune
সেপ্টেম্বর ২৭, ২০২৩ | ১১:২১ পূর্বাহ্ণ

স্ত্রীর কবরের পাশেই শায়িত হলেন নির্মাতা সোহান

  • প্রকাশের সময় : শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩

টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান। স্ত্রী প্রিয়া রহমান ও তার ইচ্ছে ছিল মৃত্যুর পর তাদের দুইজনকে যেন পাশাপাশি দাফন করা হয়। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে জানাজা শেষে তাদের সেই ইচ্ছে পূরণে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে স্ত্রীর কবরের পাশেই দাফন করা হয়েছে সোহানুর রহমানকে। নির্মাতার জানাজার নামাজে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু, চলচ্চিত্র লেখক আবু সাঈদ চৌধুরী, শ্যালক শাহী, আত্মীয়-স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেন স্ট্রোকে মারা যান তার স্ত্রী। পরদিন বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সবাইকে কাঁদিয়ে তিনিও চলে গেলেন না ফেরার দেশে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020