1. [email protected] : thebanglatribune :
প্যারিস ফ্যাশন উইক’-এ বাংলাদেশি সোহা - The Bangla Tribune
সেপ্টেম্বর ২৭, ২০২৩ | ১০:২৩ পূর্বাহ্ণ

প্যারিস ফ্যাশন উইক’-এ বাংলাদেশি সোহা

  • প্রকাশের সময় : শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩

বাংলাদেশি ফ্যাশন মডেল জেরিন সাদিয়া সোহা। প্রায় চার বছর ধরে পড়াশোনার জন্য রয়েছেন যুক্তরাষ্ট্রে। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ছেন এখন। ২০১৭ সালে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন সোহা। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসে মডেল হিসেবে কাজ করছেন। এবার বিশ্বখ্যাত ‘প্যারিস ফ্যাশন উইক’-এ ক্যাটওয়াক করতে যাচ্ছেন জেরিন সাদিয়া সোহা। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ফ্যাশন উইক। সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে ‘প্যারিস ফ্যাশন উইক’ শুরু হচ্ছে বলে জানা গেছে। তিনি হেরিটেজ ইন্ডিয়া ফ্যাশন এবং ক্রিস্টাল অ্যানের জন্য হাঁটবেন। এই আয়োজনটি করছে আমেরিকান এজেন্সি সাউন্ডপেস, যেটির কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী ওমর চৌধুরী।
প্যারিস ফ্যাশন উইক’ নিয়ে মডেল সোহা বলেন, প্যারিস ফ্যাশন উইক’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত বোধ করছি। আমি সত্যিই অনেক এক্সাইটেড। বাংলাদেশি হিসেবে এখানে এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছি, এটা ভাবতেই অনেক ভালো লাগছে। দেশের বাইরে এসে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারাটা অন্যরকম এক ভালো লাগার হয়ে থাকবে আমার কাছে।

গত বছর নিউইয়র্কে অনুষ্ঠিত ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’-এ অংশগ্রহণ করেছিলেন মডেল সোহা। এতে প্রথমবারের মতো র‌্যাম্পে হেঁটেছেন এই ফ্যাশন মডেল। এ সময় তিনি দেশ-বিদেশি বেশ প্রশংসিত হয়েছিলেন। সোহা ছাড়াও সেখানে আলো ছড়িয়েছে দেশি-বিদেশি অনেক নামকরা মডেল ও তারকারা। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের অসংখ্য ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন সোহা। এর মধ্যে উল্লেখযোগ্য, ‘কিস বিউটি ইউএসএ’, ‘ফাস্ট শ্যাম্পু’, ‘ডার্মালোজিকা’ ব্র্যান্ডের মডেল হয়েছে তিনি। নিউইয়র্কে ২০২১ সালে ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা বাংলাদেশি ‘সেরা মডেল’ হিসাবে পুরস্কার পেয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020