1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
আফগানদের বিপক্ষে পিছিয়ে পড়েও ড্র করল বাংলাদেশ - The Bangla Tribune
জুলাই ২৭, ২০২৪ | ৮:৩৩ পূর্বাহ্ণ
শিরোনাম :

আফগানদের বিপক্ষে পিছিয়ে পড়েও ড্র করল বাংলাদেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আফগানিস্তান। সেই আফগানদের বিপক্ষে সেপ্টেম্বরের উইন্ডোতে দুই ম্যাচের সিরিজ ড্র করেছে জামাল ভূঁইয়ারা। বসুন্ধরা কিংস অ্যারেনায় সিরিজের প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এবার দ্বিতীয় ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও শেখ মোরসালিনের গোল ১-১ এর সমতায় শেষ হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনার ফিফা দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে শক্তিশালী আফগানিস্তান তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। প্রথম ম্যাচে কিছুটা এলোমেলো আফগানরা এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণে ওঠার চেষ্টা করে।

ম্যাচের শুরু থেকেই আজ দুই দলের খেলোয়াড়রা মেজাজ হারাচ্ছিলেন। তাই ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই ফাউল করে হলুদ কার্ড খেয়ে বসে সফরকারী দলের নাজারি। এরপরও আফগানদের আক্রমণে ধার একটুও কমেনি। তাদের ফরোয়ার্ডদের আটকাতে গিয়ে ম্যাচের ১৮ মিনিটে ফাউল করে বসেন বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়রা।

এই ফাউলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দুই দলের ডাগ-আউট। আফগানিস্তানের কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি নিজ ডাগ-আউট ছেড়ে বাংলাদেশের ডাগ-আউটের দিকে তেড়ে আসেন। বাংলাদেশের কোচিং স্টাফরাও বাগবিতণ্ডায় লিপ্ত হন। দু-এক মিনিট হাল্কা ধস্তাধস্তিও হয় দুই পক্ষের মধ্যে।
ম্যাচ পরিচালনায় নিয়োজিত নেপালি রেফারিরা অবশ্য পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। বাংলাদেশ ডাগ-আউটের সামনে কার্ড প্রদর্শনের পরপরই প্রাঞ্জল ছেত্রী দৌড়ে গিয়ে আফগান কোচ আব্দুল্লাহ আল মুতাইরিকেও লাল কার্ড দেখান।

২১ মিনিটে রেফারি সোহেলকে হলুদ কার্ড দেখান। এরপর প্রথমার্ধের শেষ দিকে ৪৪তম মিনিটে শেখ মোরসালিনকে হলুদ কার্ড দেখান রেফারি। আগের ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে গোলের সুযোগ সৃষ্টি করেছিল। আজকের অবশ্য তেমন সুযোগ হয়নি। আগের তুলনায় আজ প্রথমার্ধে অনেক চোখ রাঙিয়েছে আফগানিস্তান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020