লিনা খানের কোরিওগ্রাফিতে বধূ বেশে যারা

লিনা খানের কোরিওগ্রাফিতে বধূ বেশে যারা

জনপ্রিয় সব চিত্রনায়িকারা বধূ বেশে ধরা দিয়েছেন লিনার কোরিওগ্রাফিতে। মডেল ও কোরিওগ্রাফার লিনা খানের কোরিওগ্রাফিতে ফটোশুটে অপু বিশ্বাসের পাশাপাশি এ সাজে এসেছে পূজা চেরি, তমা মির্জা, তানজিলা জামান মিথিলা ও সামিরা খান মাহিসহ আরও কয়েকজন অভিনেত্রী। কোরিওগ্রাফার লিনা খান বলেন, র‌্যাম্প শো নিয়ে ব্যস্ত সময় পার করছিলাম এতদিন। এর মধ্যে আমার কোরিওগ্রাফিতে কিছু ফটোশুট করি। অপু বিশ্বাসকে বললাম তিনি রাজি হয়ে গেল। তারপর তাকে নিয়ে ফটোশুট করেছি। এরপর এক এক করে অন্য নায়িকাদের নিয়ে শুট করা শুরু করলাম। সবগুলো শুট দারুণ হয়েছে। বিশেষ করে মেকআপের অনেক প্রশংসা রয়েছে। মেকআপ-গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে। সামনে আরও নতুন কিছু চমক অপেক্ষা করছেন বলে জানান তিনি।
এর আগে জয়া আহসান আমার কোরিওগ্রাফিতে হেঁটেছেন। এখন জয়া আহসানকে নিয়ে শুটের কথা চলছে। তারপর আমরা কলকাতার নায়িকাদের নিয়ে কাজ করব। দেখা যাক কী হয়, আশা করি আরও ভালো কাজ উপহার দিতে পারব।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *