1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
মনের শহরে নীরবতা: কবি আকতারুল ইসলাম - The Bangla Tribune
জুলাই ২৭, ২০২৪ | ৬:৩২ পূর্বাহ্ণ
শিরোনাম :

মনের শহরে নীরবতা: কবি আকতারুল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, সেপ্টেম্বর ৪, ২০২৩

মনের শহরে নীরবতা
আকতারুল ইসলাম
০৩আগস্ট২০২৩,রংপুর

মনের শহরে পিনপতন নীরবতা
শব্দ নেই, চারপাশটাকেমন‌তন্দ্রাচ্ছন্ন।
গাড়িগুলোদাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণযাত্রিহীন।
মাতাল হাওয়াবইছেবড়নিরানন্দ ছন্দহীন।
মনের শহরেআজঘুটঘুটে অন্ধকার
সড়কবাতিগুলো অকার্যকরসপ্তাহ জুড়ে।
হারিকেনেরনিভুনিভুআলোয়ব্যস্ততমপথিক
কিংকর্তব্যবিমূঢ়হয়ে ঘুরেচলেছে এদিক সেদিক।

মনের শহরেআজ জনতার ঢল
থমথমে দীর্ঘ সারি, হাতে মশালমুখেহাসি
কিছু দুর্গম প্রান্তরেরদৃঢ়চেতানির্ভীক অভিযাত্রী
দ্যর্থহীনচিত্তেআলোর পথেচলছেদিবারাত্রি।
মনের শহরেএসেছেবৈশাখীঝড়
অগোছালোপথঘাটেএলোমেলো ভাবনা
মনের কোনেউঁকি দিয়ে বলেপরিবর্তনআসছে
এতদিনপরমুক্তিরবার্তা আনন্দেরজলেভাসছে।

মনের শহরে জমেছে বর্ষার জল
কিছু ব্যাঙচিনেমেছেঅবাধসাঁতারে
নৌকায়কিছু মানুষ মনেআঁকছেন নদীর আল্পনা
তাদেরঘিরেশহুরে জীবনেকতশত জল্পনাকল্পনা।
মনের শহরে আজ বিদায়েরঘনঘটা
পুরোনোপাপীদেরমনে জমেনতুন শঙ্কা
কৃতকর্মেরহালনাগাদ তথ্য সঞ্চিতউপাত্ত ঘাঁটিতে
জনতার মৃদুধাক্কায়স্বপ্নমহলধসেপড়বে মাটিতে।

মনের শহরসাজবে রঙিন বেশে
নগরবাসীর কলরবেলাগবে আনন্দেরঢেউ
গাছে গাছে রূপান্তরিত সবুজাবনতুন পত্রপল্লবে
যোগদিবেনব‌প্রজন্মেরব্যঙ্গমীরদলবসন্ত উৎসবে।
মনের শহরে নামবেখুশিরশোভাযাত্রা
মরচেলাগালোহিতকপাটখুলেযাবেবাতাসে
রাখিবন্ধনে আবদ্ধ হবেআনন্দলোকেরজনগণ
মনেরমাধুরী মিশিয়ে নগরগড়া‌কাজেদিবে মন।

মনের শহরহবে মনের মত
থাকবে না মন্দ লোকেরআধিপত্য
মাঠে ঘাটে, পথে প্রান্তরে গণমানুষেররণসঙ্গীত
মুখরিত হবে আকাশে বাতাসেনিয়তনির্ভীক।
মনের শহরেহবে সত্যেরজয়গান
মিথ্যারমেঘকেটেআকাশহবে স্বপ্নীল
উজ্জ্বল নক্ষত্রের‌আলোরউদ্ভাসিত নতুন ভুবনে
নিরবতাকেটে যাবেচিরতরেএই মনের শহরে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020